জানাযা

বিষয়ভিত্তিক ক্যাটাগরি পেইজ পরিচিতি
শিরোনাম: জানাযা
সংক্ষিপ্ত বর্ণনা: মানুষ রূহ ও শরীরের সমন্বয়ে গঠিত। আর মৃত্যু হচ্ছে সে রূহ শরীর থেকে পৃথক হওয়ার নাম। কিন্তু এটাই মানুষের শেষ নয়, বরং এটি একটি পদক্ষেপ যার পরে আরও পদক্ষেপ রয়েছে। সবশেষে সে তার কাজের প্রতিফল পায়।
মৃত্যু হচ্ছে এক তিক্ত সত্য, শরীয়ত যার বর্ণনায় কোন প্রকার কমতি করে নি। বরং মানুষের মৃত্যুর সময়, গোসল, দাফন, সালাতুল জানাযা (জানাযার নামায) সংক্রান্ত এমন কিছু বিধি-বিধান বর্ণনা করেছে যার অনুসরণ করা যথেষ্ট। অনুরূপভাবে শরীয়ত মৃত ব্যক্তির জন্য দুঃখ প্রকাশের কিছু নিয়ম-নীতি বেঁধে দিয়েছে। যা না জানলেই নয়। এ ফাইলে এমন কিছু লিংক একত্রিত করা হয়েছে যেগুলোতে এ বিধি-বিধানগুলো বর্ণিত হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364438
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 18 )
Go to the Top