মুহাম্মাদ তাহের আল-কুর্দি

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মুহাম্মাদ তাহের আল-কুর্দি
সংক্ষিপ্ত বর্ণনা: তিনি হলেন শায়খ মুহাম্মাদ তাহের বিন আব্দুল কাদের আল-কুর্দি।
তিনি একটি ঐতিহ্যবাহী শিক্ষিত পরিবারের সন্তান। ১৩২১ হিজরীতে মক্কা মুকাররমাতে জন্ম গ্রহণ করেন।
মক্কা কুরআন নামে তিনি আল কুরআন লেখার সৌভাগ্য অর্জন করেন।
তিনি মসজিদুল হারাম সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপনে অংশ গ্রহণ করেছেন।
তার চল্লিশটি গ্রন্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল
১- তারিখুল কয়ীম লি মক্কা মুকাররমা ও বাইতুল্লাহ আল কারীম (ছয় খন্ডে)
২- তারীখুল কুরআন ওয়া গারায়েবু রাসমিহী ওয়া হিকামিহ
৩-মকামে ইবরাহীম
৪- মানজুমাত ফি বিনা আল কাবা আল মুশাররফা
৫- হুসনুদ দুআ
৬-মাজমুআতিল হারামাইন
৭- ইরশাদুর রামযাহ লি মানাসিক আল হজ ওয়াল উমরাহ
৮- তুহফাতুল ইয়াদ ফি হুকুক আয যাওজাইন ওয়াল আওলাদ
৯- তারীখুল খত আল আরাবী ওয়া আদাবুহ
তিনি ১৪০০ হিজরী সনের রবিউল আউয়াল মাসের তেইশ তারিখ মৃত্যু বরণ করেন।
সংযোজন তারিখ: 2010-11-01
শর্ট লিংক: http://IslamHouse.com/326064
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - ইংরেজি - থাই - চীনা - উইগুর - ভিয়েতনামিজ - আলবেনি - মালয়ালাম - উযবেক - ডাচ - ফরাসি - উর্দু
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top