ওয়ালীদ বিন রাশেদ আস সুআইদান
পেইজ পরিচিতি
শিরোনাম: ওয়ালীদ বিন রাশেদ আস সুআইদান
সংক্ষিপ্ত বর্ণনা: সৌদী আরবের একজন আলেম ও দাওয়াত-কর্মী।
সৌদী আরবের আল খারাজ জিলার আদদালাম শহরের বাসিন্দা তিনি।
আল ইফাদাহ আশ শরইয়্যাহ ফী বাজিল মাছায়েল আত তিব্বিয়্যাহ নামক গ্রন্থ প্রণেতা। এ ছাড়া তার আরো ফিকহি গ্রন্থ রয়েছে।
তিনি ইলমে ফিকাহ, হাদীস, তাফসীর, আকীদা বিষয়ে অভিজ্ঞ। এ সকল বিষয়ে তার অনেক বই-পুস্তক রয়েছে। তিনি প্রতি সপ্তাহে মঙ্গলবার জামে আশ শায়খ আব্দুল আযীয বিন বায মসজিদে দরস প্রদান করেন। তিনি একজন কবিও।
তার বয়স এখনো চল্লিশে পৌছেনি।
সৌদী আরবের আল খারাজ জিলার আদদালাম শহরের বাসিন্দা তিনি।
আল ইফাদাহ আশ শরইয়্যাহ ফী বাজিল মাছায়েল আত তিব্বিয়্যাহ নামক গ্রন্থ প্রণেতা। এ ছাড়া তার আরো ফিকহি গ্রন্থ রয়েছে।
তিনি ইলমে ফিকাহ, হাদীস, তাফসীর, আকীদা বিষয়ে অভিজ্ঞ। এ সকল বিষয়ে তার অনেক বই-পুস্তক রয়েছে। তিনি প্রতি সপ্তাহে মঙ্গলবার জামে আশ শায়খ আব্দুল আযীয বিন বায মসজিদে দরস প্রদান করেন। তিনি একজন কবিও।
তার বয়স এখনো চল্লিশে পৌছেনি।
সংযোজন তারিখ: 2010-04-21
শর্ট লিংক: http://IslamHouse.com/291803
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )