মসজিদের খরচাদি চালানোর জন্য কোন একটি অংশ ভাড়া দেয়া

ফতোয়া পেইজ পরিচিতি
শিরোনাম: মসজিদের খরচাদি চালানোর জন্য কোন একটি অংশ ভাড়া দেয়া
ভাষা: বাংলা
অনুবাদক: সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায়: www.islamqa.info
সংক্ষিপ্ত বর্ণনা: একটি প্রশ্নের উত্তরে ফতোয়াটি প্রদান করা হয়। প্রশ্নটি হল: মসজিদ ভবনের কোন একটি অংশ ব্যবসার জন্য ভাড়া দেয়া ও তার আয় মসজিদে খরচ করার বিধান কি ?
সংযোজন তারিখ: 2010-03-04
শর্ট লিংক: http://IslamHouse.com/279961
:: এই শিরোনামটি বিষয় অনুসারে নিম্নের ক্যাটাগরিগুলোতে বিন্যস্ত ::
বিস্তারিত বিবরণ

মসজিদের খরচাদি চালানোর জন্য কোন একটি অংশ ভাড়া দেয়া

 

প্রশ্ন :

মসজিদ ভবনের কোন একটি অংশ ব্যবসার জন্য ভাড়া দেয়া তার আয় মসজিদে খরচ করার বিধান কি ?

 

উত্তর :

আল-হামদুলিল্লাহ

সালাতের জন্য যদি জায়গাটির প্রয়োজন না পড়ে এব এতে মসজিদের অধিকাংশ মুসল্লি একমত হয়, তবে মসজিদের আদব সম্মানের সাথে সাঞ্জস্যপূর্ণ কোন বৈধ কাজের জন্য ভাড়া দিলে সমস্যা নেই কারণ, একটি মূলনীতি রয়েছে, ওয়াকফ সম্পত্তির স্বার্থে ওয়াকফ সম্পত্তিতে তসরুফ করা তার আকৃতি পরিবর্তন করা বৈধ

মসজিদের ফায়দার স্বার্থ  মসজিদ উপরে নিয়ে যাওয়া তার নিচে দোকান তৈরি করা হাম্বলি মাজহাবের আলেমগণ বৈধ বলেছেন মসজিদের ব্যয়ভার বহন করার জন্য মসজিদের একটি অংশ ভাড়া দেয়া একই হুকুম

কাশ্শাফুল কানা (/৩৭৫) গ্রন্থে রয়েছে : মসজিদের অধিকাংশ প্রতিবেশী যদি চায়, তবে মসজিদের স্বার্থে মসজিদ উপরে নেয়া তার নিচে দোকান ইত্যাদি তৈরি করা বৈধ আবু দাউদের বর্ণনায় ইমাম আহমদ এটা নির্ণয় করে দিয়েছেন কারণ, এতে ফায়দা রয়েছে থেকে আরো স্পষ্ট হয় যে, সেসব দোকানের আশ-পাশে বসাও বৈধ, যেহেতু সেখান থেকে মসজিদের নাম রহিত হয়ে গেছে

সমাপ্ত

সূত্র: ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া : (৩১/২১৯), ফতোয়া শায়খ মুহাম্মদ ইবরাহীম : (/২০৭)

সংশ্লিষ্ট বিষয়াবলী ( 5 )
Go to the Top