স্বামী-স্ত্রীর মাঝে টেলিফোনে যৌনালাপ

ফতোয়া পেইজ পরিচিতি
শিরোনাম: স্বামী-স্ত্রীর মাঝে টেলিফোনে যৌনালাপ
ভাষা: বাংলা
মুফতী: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
প্রকাশনায়: www.islamqa.info
সংক্ষিপ্ত বর্ণনা: শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন রা. একটি প্রশ্নের উত্তরে ফতোয়াটি দিয়েছেন। প্রশ্নটি হল -টেলিফোনে স্বামী-স্ত্রীর যৌনালাপে লিপ্ত হওয়া এবং একে অন্যকে উত্তেজিত করা, যাতে তাদের একজনের অথবা উভয়ের বীর্যপাত ঘটে ( হাত ব্যবহার না করেই; কেননা হাত ব্যবহার করা হারাম) - এরূপ করা কি বৈধ হবে? বিশেষ করে আমার স্বামী প্রায়শঃ সফরে থাকেন, ফলে প্রতি চার মাস পর-পর আমাদের দেখা-সাক্ষাৎ হয়।
সংযোজন তারিখ: 2010-02-05
শর্ট লিংক: http://IslamHouse.com/272769
:: এই শিরোনামটি বিষয় অনুসারে নিম্নের ক্যাটাগরিগুলোতে বিন্যস্ত ::
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
বিস্তারিত বিবরণ

স্বামী-স্ত্রীর মাঝে টেলিফোনে যৌনালাপ

প্রশ্ন-

টেলিফোনে স্বামী-স্ত্রীর যৌনালাপে লিপ্ত হওয়া এবং একে অন্যকে উত্তেজিত করা, যাতে তাদের একজনের অথবা উভয়ের বীর্যপাত ঘটে ( হাত ব্যবহার না করেই; কেননা হাত ব্যবহার করা হারাম) - এরূপ করা কি বৈধ হবে? বিশেষ করে আমার স্বামী প্রায়শঃ সফরে থাকেন, ফলে  প্রতি চার মাস পর-পর আমাদের দেখা-সাক্ষাৎ হয়

 

উত্তর-

আলহামদুলিল্লাহ

-ধরনের  প্রশ্ন শায়খ সালেহ আল উসাইমীন রা. কে করা হয়েছিল তিনি উত্তরে বলেছিলেন:

এতে কোনো ক্ষতি নেই, বরং এরূপ করা জায়েয

প্রশ্ন: যদি হাত ব্যবহার করা হয়?

উত্তর : হাত ব্যবহারের বিষয়টি প্রশ্নাতীত নয় হাত ব্যবহার শুধু তখন জায়েয যখন ব্যক্তি যিনা-ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা করবে

প্রশ্ন: তাহলে হাত ব্যবহার না করে হলে কোনো অসুবিধা নেই?

উত্তর: হ্যাঁ হাত ব্যবহার না করে হলে কোনো অসুবিধা নেই পুরুষ যদি কল্পনা করে, সে তার স্ত্রীর সাথে আছে, তাতে কোনো সমস্যা নেই

তবে স্বামী-স্ত্রী উভয়কেই সতর্ক হতে হবে যেন তাদের আলাপচারিতা অন্য কেউ শুনতে না পারে কেউ কান পেতে আছে কি-না সে ব্যাপারেও তাকে সতর্ক হতে হবে

 

শায়খ মুহাম্মাদ সালেহ আল উসাইমীন

Go to the Top