মুহাম্মাদ হুসাইন ইয়াকুব

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মুহাম্মাদ হুসাইন ইয়াকুব
সংক্ষিপ্ত বর্ণনা: বংশ ও জন্ম : তিনি হলেন প্রখ্যাত দায়ী, আলেম, মুরুব্বী আবুল আলা মুহাম্মাদ বিন হুসাইন বিন ইয়াকুব আস সালাফী আল মিসরী।
১৩৭৫ হিজরী মোতাবেক ১৯৫৬ ইং সনে তিনি মিশরের হাইযা জেলায় ইমবাবার আল মুতামাদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
১৯৬৭ ইং সনে শিক্ষকতায় ডিপ্লোমা অর্জন করেন। বিশ বছর বয়সের আগেই তিনি বিবাহ করেন। এরপর সৌদী আরব সফর করেন (১৪০১ -১৪০৫ হি) এ সময়টাতে তিনি উলুমে শরয়িয়াহ অর্জন করেন ও সহীহ মানহাজের সাথে যুক্ত হন। তারপর মিশর ফিরে আসেন।
শিক্ষা অর্জনের জন্য তার সৌদী আরবে সর্বশেষ সফর ছিল ১৪১১ হি: সনে। এক বছরের এ সময়টা তিনি রিয়াদ ও আল কাসীমে কাটিয়েছেন।
তার ওয়েবসাইট হল :http://www.yaqob.com
সংযোজন তারিখ: 2009-07-27
শর্ট লিংক: http://IslamHouse.com/227939
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top