মুহাম্মাদ বিন লুতফী আস সাব্বাগ

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মুহাম্মাদ বিন লুতফী আস সাব্বাগ
সংক্ষিপ্ত বর্ণনা: মুহাম্মাদ বিন লুতফী আস সাব্বাগ: রিয়াদস্থ বাদশা সাউদ বিশ্ব বিদ্যালয়ের কুল্লিয়াতুল তারবিয়াতে উলুমুল কুরআন ওয়াল হাদীস বিভাগের অধ্যাপক।
জন্ম দামেস্কে ১৯৩৫ সালে। ইমাম হাফসের বর্ণনায় দুবার তিনি কারী শায়খ সলীম আল-লাইনী রহ. এর কাছে কুরআন হিফজ করেন।
এরপর তিনি প্রখ্যাত সীরিয় কারী শায়খ করীম এর কাছ থেকে ইলমুল কিরআত পাঠ দানের অনুমতি লাভ করেন।
তিনি দামেস্কের প্রখ্যাত আলেমদের কাছে পড়াশুনা করেন। এদের মধ্যে আশ শায়খ হাসান জাবনাকা, শায়খ সালেহ আল-আক্কাদ, শায়খ মুহাম্মাদ খাইর ইয়াসীন, শায়খ যইনুল আবেদীন তিউনিসি প্রমুখ উল্লেখযোগ্য।
তিনি সিরিয়া, সৌদী আরব, জর্দান, জার্মানী, মরক্কো, ওমানসহ বহু দেশ সফর করেন।
সংযোজন তারিখ: 2008-12-18
শর্ট লিংক: http://IslamHouse.com/189384
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top