আব্দুররহমান বিন সালেহ আল-মাহমূদ
পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুররহমান বিন সালেহ আল-মাহমূদ
সংক্ষিপ্ত বর্ণনা: তার নাম : আব্দুররহমান বিন সালেহ বিন সালেহ আল-মাহমূদ, বনী তামীম বংশীয়।
জন্ম ও শিক্ষা : সৌদী আরবের আল-কাসীম প্রদেশের বুকাইরিয়া শহরে জন্ম গ্রহণ করেন ১৩৭৩ হিজরীতে। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুকাইরয়িয়ার মাহাদে ইলমীতে পড়াশুনা করেন। কুল্লিয়াতুশ শরয়িয়্যাহ ও উসূলিদ দীন বিষয়ে রিয়াদ থেকে ডিগ্রী অর্জন করেন। এরপর মাষ্টার্স ও ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
জন্ম ও শিক্ষা : সৌদী আরবের আল-কাসীম প্রদেশের বুকাইরিয়া শহরে জন্ম গ্রহণ করেন ১৩৭৩ হিজরীতে। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুকাইরয়িয়ার মাহাদে ইলমীতে পড়াশুনা করেন। কুল্লিয়াতুশ শরয়িয়্যাহ ও উসূলিদ দীন বিষয়ে রিয়াদ থেকে ডিগ্রী অর্জন করেন। এরপর মাষ্টার্স ও ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
সংযোজন তারিখ: 2008-08-05
শর্ট লিংক: http://IslamHouse.com/171310
সম্পৃক্ত বিষয়গুলো ( 1 )