ওয়ালীদ বিন রাশেদ আস সুআইদান

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: ওয়ালীদ বিন রাশেদ আস সুআইদান
সংক্ষিপ্ত বর্ণনা: সৌদী আরবের একজন আলেম ও দাওয়াত-কর্মী।
সৌদী আরবের আল খারাজ জিলার আদদালাম শহরের বাসিন্দা তিনি।
আল ইফাদাহ আশ শরইয়্যাহ ফী বাজিল মাছায়েল আত তিব্বিয়্যাহ নামক গ্রন্থ প্রণেতা। এ ছাড়া তার আরো ফিকহি গ্রন্থ রয়েছে।
তিনি ইলমে ফিকাহ, হাদীস, তাফসীর, আকীদা বিষয়ে অভিজ্ঞ। এ সকল বিষয়ে তার অনেক বই-পুস্তক রয়েছে। তিনি প্রতি সপ্তাহে মঙ্গলবার জামে আশ শায়খ আব্দুল আযীয বিন বায মসজিদে দরস প্রদান করেন। তিনি একজন কবিও।
তার বয়স এখনো চল্লিশে পৌছেনি।
সংযোজন তারিখ: 2010-04-21
শর্ট লিংক: http://IslamHouse.com/291803
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - চীনা - ইংরেজি - ফার্সি - ভিয়েতনামিজ - তাজিক - থাই - ফরাসি - জার্মানি - উযবেক - মালয়ালাম - উইগুর - আলবেনি - ডাচ
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top