মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ আত তারতুশী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ আত তারতুশী
সংক্ষিপ্ত বর্ণনা: আত-তারতুশী: আবু বকর মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ বিন খালাফ যিনি আবু বকর আত-তারতুশী হিসাবে প্রসিদ্ধ। তিনি মালেকী মাজহাবের ফকীহ। তিনি সিরাজুল মুলুক ফি সুলুকিল মুলুক গ্রন্থ প্রণেতা। তিনি স্পেনের তারতুশ শহরে জন্ম গ্রহণ করেন। সেখানে কুরআন হেফজ করেন ও ইসলামী শিক্ষা লাভ করেন। এরপর সারকাস্তা চলে আসেন ও আবুল ওয়ালীদ আল বাজীর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি বাগদাদ বসরাসহ প্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেন।
সংযোজন তারিখ: 2009-04-12
শর্ট লিংক: http://IslamHouse.com/204306
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top