যিল-হজের প্রথম দশ দিন
পেইজ পরিচিতি
শিরোনাম: যিল-হজের প্রথম দশ দিন
সংক্ষিপ্ত বর্ণনা: যিল-হজের প্রথম দশ দিন, কুরবানী ও আকীকা সংক্রান্ত ফাইল: আল্লাহর বান্দাদের উপর তাঁর বিশেষ নেয়ামত যে, তিনি তাদের জন্য ইবাদাতের কিছু মৌসুম নির্ধারণ করেছেন, যাতে তারা বেশি বেশি সৎকাজ করবে এবং তাদের রবের নৈকট্য অর্জনের জন্য পরস্পর প্রতিযোগিতা করবে, কারণ সেই তো সৌভাগ্যবান যে এ মৌসুমগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে, এগুলোকে চলমান প্রক্রিয়া বলে মনে করে নি। সে সমস্ত উৎকৃষ্ট মৌসুমের মধ্যে রয়েছে, যিল-হজের প্রথম দশদিন। এগুলো এমন দিন যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন। আর তিনি এ দিনগুলোতে বেশি বেশি সৎকাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। বরং আল্লাহ তা‘আলা এগুলোর শপথ করেছেন, এটা একাই এ দিনগুলোর সম্মানের জন্য যথেষ্ট। কেননা যিনি সম্মানিত তিনি কেবল সম্মানিত বস্তুরই শপথ করতে পারেন। সুতরাং এর মাধ্যমে আমাদের উপর কর্তব্য হচ্ছে বেশি বেশি প্রচেষ্টা চালানো, বেশি বেশি সৎকাজ করা, এ দিনগুলোকে আগ্রহ ভরে সাদর সম্ভাষণ জানানো এবং কাজে লাগানো।
আমাদের পাঠকদের সুবিধার্থে আমরা যিল-হজ, কুরবানী ও আকীকা বিষয়ক বিভিন্ন লিংক একত্রিত করেছি, যাতে করে পাঠক যে কোন বিষয়ে সহজেই পৌঁছতে পারেন, এ পেইজটি বৈশিষ্ট্য হচ্ছে যে, বিশ্বের বিভিন্ন ভাষার অনেক উপাদান এতে সংযোজিত রয়েছে।
আমাদের পাঠকদের সুবিধার্থে আমরা যিল-হজ, কুরবানী ও আকীকা বিষয়ক বিভিন্ন লিংক একত্রিত করেছি, যাতে করে পাঠক যে কোন বিষয়ে সহজেই পৌঁছতে পারেন, এ পেইজটি বৈশিষ্ট্য হচ্ছে যে, বিশ্বের বিভিন্ন ভাষার অনেক উপাদান এতে সংযোজিত রয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364445
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - উইগুর - ইংরেজি - হিন্দি - বসনিয়ান - থাই - তাজিক - ফরাসি - নেপালি - উযবেক - চীনা - ডাচ - ফার্সি - কন্নড় - তেলেগু - গ্রীক - ভিয়েতনামিজ - আফার - বাম্বারা - কুর্দি - সোমালি - আমহারি - উর্দু - স্প্যানীশ - উওলোফ - সিনহালি - তামিল - তিগ্রীনি - আকানি - তুর্কি - আলবেনি - অসমীয়া - মূরী - চেরকেসিয়ান - মালয়ালাম - মেসেডোনিয়ান
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 39 )
আরবী: ( 3 )
বাংলা: ( 9 )
বসনিয়ান: ( 1 )
জার্মানি: ( 1 )
ইংরেজি: ( 3 )
ফরাসি: ( 4 )
হিন্দি: ( 1 )
ইন্দোনেশিয়ান: ( 2 )
মালয়ালাম: ( 1 )
রাশিয়ান: ( 4 )
থাই: ( 5 )
উইগুর: ( 1 )
উর্দু: ( 1 )
উযবেক: ( 3 )