การอิคลาศการทำอิบาดะฮฺเพื่ออัลลอฮฺตะอาลา

บทความ การ์ดของข้อมูล
หัวข้อ: การอิคลาศการทำอิบาดะฮฺเพื่ออัลลอฮฺตะอาลา
ภาษา: เบ็งกอล
ผู้เขียน: ษะนาอุลลอฮฺ นาซีร
ผู้ตรวจทาน: มุหัมมัดชัมสุลหัก ศิดดีก
เผยแพร่โดย: สำนักงานเผยแพร่และสอนอิสลาม อัร-ร็อบวะฮฺ กรุงริยาด
คำอธิบายโดยย่อ: การอิคลาศการทำอิบาดะฮฺเพื่ออัลลอฮฺตะอาลา การอิคลาศอิบาดะฮฺเพื่ออัลลอฮฺนั้น เป็นสิทธิหนึ่งของพระองค์ และเป็นเงื่อนไขของการได้รับผลบุญจากพระองค์ ฉะนั้น จึงจำเป็นที่บ่าวต้องให้ความสำคัญกับมัน และหลีกเลี่ยงสิ่งที่เป็นชิริก บทความนี้แม้จะสั้น แต่ก็ได้ยืนยันถึงเรื่องนี้ได้อย่างดี
วันที่เพิ่ม: 2007-09-09
ลิงก์แบบย่อ: http://IslamHouse.com/53566
:: หัวข้อนี้ถูกจัดอยู่ในหมวดหมู่ต่อไปนี้ ::
คำแปลของการ์ดข้อมูลในภาษาต่างๆ: เบ็งกอล - อาหรับ - บอสเนีย - อุซเบก - มาลายาลัม - อังกฤษ
ไฟล์แนบพร้อมข้อมูล ( 2 )
1.
bn_ekhlaspurnu_ebadat.doc
241 KB
: bn_ekhlaspurnu_ebadat.doc.doc
2.
bn_ekhlaspurnu_ebadat.pdf
147.6 KB
: bn_ekhlaspurnu_ebadat.pdf.pdf
คำอธิบายโดยละเอียด

 

ইখলাসপূর্ণ ইবাদত

ইখলাসপূর্ণ ইবাদত বান্দার কাছে আল্লাহর প্রাপ্য একটি অধিকার। সকল ইবাদত-উপাসনা  অদ্বিতীয়  আল্লাহর  জন্যই নিবেদিত হতে হবে এ-বিষয়টি তাওহীদের মূল দাবি। ইবাদত আরাধনার কোনো ক্ষেত্রেই আল্লাহ ভিন্ন অন্য কোনো সত্ত্বার সমীপে নিজেদেরকে আরোপিত করা যাবেনা। আদেশ-নিষেধের অনুবর্তীতা, আনুগত্য ও ইতায়াত পাওয়ার অধিকার একমাত্র রাব্বুল আলামীনের। তবে ইবাদত-আনুগত্য শুষ্ক প্রাণহীন হৃদ্যতাবিবর্জিত হলে চলবেনা। ইবাদত হতে হবে ইখলাসপূর্ণ প্রাণবন্ত ও ঐকান্তিক। ইবাদত হতে হবে রিয়া ও লোক-দেখানোর ভাব থেকে মুক্ত। শিরকের সামান্যতম ছোঁয়া থেকেও পবিত্র।  জীবন-মৃত্যু দোয়া আরাধনার সবটুকুই সমর্পিত হতে হবে একমাত্র আল্লাহর সমীপে। কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবেনা। মনোজগত ও বাহ্যিক আচরণের সকল দিক সপোর্দ করতে হবে আল্লাহর আদেশ নিষেধের আওতায়।এরশাদ হয়েছে -

 قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لاشريك له وبذلك أمرت وأنا أول المسلمين 

বলুন: আমার নামায, আমার কুরবানী এবং আমার জীবন ও মরণ বিশ্বপ্রতিপালকের জন্য সমর্পিততার কোন অংশীদার নেইআমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আত্মসমর্পনকারী। (আল আন আম-১৬১-১৬২) আরো এরশাদ হয়েছে-

 إناأنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين

(আমি আপনার উপর এ কিতাব যথার্থরূপে নাযিল করেছিঅতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহ তায়ালার ইবাদত করুন। (আয যুমার:২) সহীহ হাদীসে কুদসীতে এসেছে আল্লাহ তায়ালা বলেন-

  أنا أغنى الشركاء عن الشرك فمن عمل عملا أشرك فيه غيري فأنا منه بريء وليلتمس ثوابه منه

আমি সমস্ত অংশীদারদের ভিতর বেশী অমুখাপেক্ষি, যে এমন আমল করল যাতে সে আমার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেছে আমি তার থেকে দায়মুক্ত। সে যেন তার আমলের ছোয়াব, যাকে  অংশীদার বানিয়েছে, তার কাছ থেকে চেয়ে নেয়। (মুহাল্লা : ৯/১৮৪)  মুয়ায ইবনে জাবাল রা. বলেন, আমি একটি গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের  সঙ্গী ছিলাম।  তিনি আমাকে  জিজ্ঞেস করে বললেন -

يا معاذ هل تدري حق الله على عباده, وما حق العباد على الله؟  قلت: الله ورسوله أعلم, قال: (فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا , وحق العباد على الله أن لايعذب من لايشرك به شيئا فقلت: يارسول الله, أفلا أبشر الناس؟ قال :لاتبشرهم فيتكلوا

(হে মুয়ায, তুমি কি জান বান্দার উপর আল্লাহর কি  হক ? এবং আল্লাহর  উপর বান্দার কি  হক ? উত্তর করে বললাম,  আল্লাহ এবং তার রাসূল  ভাল জানেনতিনি বললেন, বান্দার উপর আল্লাহর  হক হল, বান্দা  তাঁর  এবাদত করবে, তাঁর সাথে অন্য কাউকে শরীক করবে নাআর আল্লাহর  উপর বান্দার হক হল, যে  ব্যিক্তি তাঁর সাথে কাউকে শরীক করলনা , তাকে তিনি শাস্তি দিবেন নাআমি বললাম, হে আল্লাহর  রাসূল!  আমি কি মানুষদেরকে এ-বিষয়ে  সুসংবাদ দিব না? তিনি বললেন ,  সুসংবাদ দিওনা, কেননা তারা  অকর্মন্য  হয়ে বসে থাকবে। (আল জামেউস্সাহীহ :২৮৫৬)

আরেকটি হাদীসে এসেছে রসূলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন -

إن الله لا ينظر إلى أجسامكم, ولا إلى صوركم, ولكن ينظر إلى قلوبكم  

(আল্লাহ  তোমাদের শরীর ও চেহারার দিকে তাকান না তিনি তাকান তোমাদের হৃদয়ের প্রতি। ( সাহীহ তারগীব : ১৫ )

ইবাদতের ক্ষেত্রে ইখলাস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের সবটুকু, ভয়-ভক্তি-ভালোবাসা-আসা-ভরসার সর্বশেষ বিন্দুটুক, নিবেদিত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশে। অংশীবাদী চেতনার লঘু থেকে লঘুতম স্পর্শ থেকে ঊর্ধে উঠাতে হবে নিজেদের। তবেই তো আমরা বান্দার ওপর আল্লাহর গুরুত্বপূর্ণ হক _ ইখলাসপূর্ণ ইবাদতে _ নিজেদেরেক আরোপিত করতে সমর্থ হব।

ওয়েব গ্রন্থনা : আবুল কালাম আযাদ আনোয়ার /সার্বিক যত্ন : আবহাছ এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটি, বাংলাদেশ।

Go to the Top