আল-হুসাইনী আল-আযযাযী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আল-হুসাইনী আল-আযযাযী
সংক্ষিপ্ত বর্ণনা: * নাম: আল-হুসাইনী আস-সাইয়্যেদ আলী আবদুলগনী আল-আযযাযী
* নাগরিকত্ব: মিশরী
* জন্ম তারিখ: ৫/১২/১৯৫৬
* শিক্ষাগত যোগ্যতা:
১- আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে কিরাআত এর উপর উচ্চতর ডিগ্রি লাভ, ১৯৮৬-১৯৮৭
২- সনদ সহ শাতেবিয়া ও দুররার পদ্ধতিদ্বয়ে কিরাআতে সনদ লাভ।
৩- ইমাম হাফস, তার উস্তাদ থেকে (আত-তাওয়াসসুত ফীল মুনফাসেল) এর শাতেবিয়্যা এর নিয়মানুসারে যে কিরাআত রয়েছে, সেটার সনদ লাভ।
৪-ইমাম হাফস, তার উস্তাদ থেকে (আল-কাসর ফীল মুনফাসেল) এর তাইবা এর নিয়মানুসারে যে কিরাআত রয়েছে, সেটার সনদ লাভ।
* গুরুত্বপূর্ণ যে সকল কাজ তিনি করেছেন:
১- শিশুদের জন্য বারবার উচ্চারণ করে পূর্ণ কুরআনের অডিও সম্পন্ন করা।
২- ‘তাওয়াসসুত ফিল মুনফাসেল’ এর মাধ্যমে পূর্ণ কুরআনের অডিও সম্পন্ন করা।
৩- ইমাম ওয়ারশ তার উস্তাদ নাফে‘ থেকে যে বর্ণনা করেছেন সেটা অনুসারে পূর্ণ কুরআনের অডিও সম্পন্ন করেন, যা মুতাওয়াতির বর্ণনায় জনপ্রিয় আল-মাজদ চ্যানেলে প্রচারিত হয়।
৪- কিভাবে কুরআন পাঠ শিক্ষা দিতে হবে, সে ব্যাপারে একটি কুরআনের মুসহাফ তৈরী করণ।
৫- ছাত্রদের মধ্যে তিলাওয়াতে বিধি-বিধানে সিডি পেশ করেছি, যাতে তাজভীদের বিধান বর্ণিত হয়েছে।
সংযোজন তারিখ: 2012-10-12
শর্ট লিংক: http://IslamHouse.com/404624
Go to the Top