শাইখ আব্দুল মতীন ইবন আব‌দুর রহমান সালাফী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: শাইখ আব্দুল মতীন ইবন আব‌দুর রহমান সালাফী
সংক্ষিপ্ত বর্ণনা: তিনি হলেন শাইখ আব্দুল মতীন ইবন আব‌দুর রহমান ইবন কলীমুদ্দীন ইবন হাফিজুল্লাহ্, আবু মুতী আস-সালাফী।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার পালাপাথর? গ্রামে তিনি ১লা জানুয়ারি ১৯৫৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। অতঃপর সৌদি আরবের ওয়াক্‌ফ, দাওয়াহ, পথনির্দেশ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে দা‘ঈ হিসেবে নিযুক্ত ছিলেন।
তিনি বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশে ও অন্যত্র শিক্ষা ও দাওয়াহ বিস্তারে ভূমিকা রেখেছে।
আল্লাহ্‌র পথে দাওয়াত, তাওহীদেরে প্রসার এবং শির্ক ও বিদ‘আতের প্রতিরোধে তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলা ও উর্দু গ্রন্থ রচনা করেন এবং আরবি থেকে বাংলায় বেশ কিছু উপকারী গ্রন্থের অনুবাদ করেন।
তার শ্রদ্ধেয় শিক্ষকদের অন্যতম হচ্ছেন:
১. তার পিতা শাইখ আব্দুর রহমান ইব্‌ন কলীমুদ্দীন রহ.
২. শাইখ হাম্মাদ ইবন মুহাম্মাদ আল-আনসারী রহ.
৩. শাইখ আব্দুল মুহসিন ইবন হামাদ আল-আব্বাদ।
৪. শাইখ আব্দুল কাদের শাইবাতুল হামদ।
প্রমুখ।
তিনি ১৪৩১ হিজরীর ১লা সফর মারা যান। আল্লাহ্ তাকে রহমত করুন।
সংযোজন তারিখ: 2012-02-28
শর্ট লিংক: http://IslamHouse.com/388489
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - চীনা - ইংরেজি - উইগুর - থাই - ভিয়েতনামিজ - আলবেনি - মালয়ালাম - উযবেক - ডাচ
সম্পৃক্ত বিষয়গুলো ( 2 )
Go to the Top