সুফীবাদ

বিষয়ভিত্তিক ক্যাটাগরি পেইজ পরিচিতি
শিরোনাম: সুফীবাদ
সংক্ষিপ্ত বর্ণনা: তাসাউফ হিজরী তৃতীয় শতকে ব্যক্তিগত প্রচেষ্টায় দ্বীনী আন্দোলনরূপে আত্মপ্রকাশ করে। তখন এর উদ্দেশ্য ছিল পরহেযগারী ও ইবাদতে কঠোরতা, যা ছিল সভ্যতা ও দুনিয়াপ্রীতির বিপরীতে কারও কারও দ্বারা প্রসারিত হয়। পরবর্তীকালে তা ব্যক্তি থেকে সামষ্টিকরূপ লাভ করে এবং এটি বিবিধ স্বাতন্ত্র পথে পরিণত হয়। তখন এর নাম হয়ে যায় “সুফীবাদ”। সাধারণত: তাসাউফপন্থীরা আল্লাহকে চেনা ও তার নৈকট্য লাভের জন্য কাশফ, মুশাহাদা এগুলোর মাধ্যমে নিজেদের নফস বা আত্মার তারবিয়ত তথা প্রশিক্ষণের দাবী করে থাকে। তারা শরী‘আত নির্ধারিত পথের অনুসরণ করে তা করে না। এ ফাইলে সে সুফীদের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364587
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 24 )
Go to the Top