ছুটি-অবকাশ ও তার যথাযথ ব্যবহার

বিষয়ভিত্তিক ক্যাটাগরি পেইজ পরিচিতি
শিরোনাম: ছুটি-অবকাশ ও তার যথাযথ ব্যবহার
সংক্ষিপ্ত বর্ণনা: ছুটি হচ্ছে অবকাশকালিন সময়, যা ভাল ও কল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়। তাতে খারাপ কাজ করে সময় নষ্টও করা যায়। বস্তুত সময় হচ্ছে খালি কাঁচের পেয়ালার ন্যায়, যাতে মদও পান করা যায় আবার মধুও পান করা যায়।
এ ফাইলে ছুটি বা অবসরকালিন সময়কে কীভাবে উত্তমভাবে কাজে লাগানো যাবে সে সমস্ত উপাদান সমৃদ্ধ লিংক রয়েছে, তাছাড়া সফরের বিধি-বিধান ও সফরের সময় কীভাবে কাজে লাগানো যাবে তার বর্ণনা রয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364456
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 5 )
Go to the Top