ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ www.islamicfoundationbd.org

উৎস পেইজ পরিচিতি
শিরোনাম: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ www.islamicfoundationbd.org
সংক্ষিপ্ত বর্ণনা: “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান; যা ইসলামী আদর্শ ও মূল্যবোধের চর্চা করে আসছে। এটি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। এ-ছাড়াও বাংলাদেশের প্রতিটি জেলায় এর শাখা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট অনুযায়ী এর লক্ষ্য ও উদ্দেশ্য:
ক. মসজিদ ও ইসলামী কেন্দ্র, একাডেমি ও ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা, রক্ষণাবেক্ষণ করা ও আর্থিক সহায়তা দেওয়া।
খ. সংস্কৃতি, চিন্তা, বিজ্ঞান ও সভ্যতার ক্ষেত্রে ইসলামের অবদানের উপর গবেষণা পরিচালনা।
গ. ইসলামের মৌলিক আদর্শ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, পরমতসহিষ্ণুতা, ন্যায়বিচার প্রভৃতি প্রচারে সহায়তা করা।
ঘ. ইসলামী মূল্যবোধ ও নীতিমালা জনপ্রিয় করার লক্ষ্যে ইসলামের ইতিহাস, দর্শন, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থা সম্পর্কিত গবেষণায় উৎসাহ প্রদান।
ঙ. ইসলাম ও ইসলামের বিষয় সম্পর্কিত বই-পুস্তক ও সাময়িকী প্রচার ও প্রসার করা।
চ. সম্মেলন, বক্তৃতামালা, বিতর্ক ও সিম্পোজিয়ামের আয়োজন করা।
ছ. ইসলাম-বিষয়ক গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার ও পদক প্রবর্তন করা।
জ. ইসলাম সম্পর্কিত প্রকল্পের উদ্যোগ নেওয়া, প্রকল্প গ্রহণ করা ও তাতে সহায়তা করা।
ঝ. ইসলাম বিষয়ক গবেষণার জন্য বৃত্তি প্রদান করা।
ঞ. বাইতুল মোকাররম মসজিদের ব্যবস্থাপনা ও উন্নতিবিধান করা।
ট. উপরোক্ত কার্যাবলির যেকোনোটির ক্ষেত্রে আনুষঙ্গিক ও আপতিক সকল কাজ সম্পাদন করা।
সংযোজন তারিখ: 2011-02-15
শর্ট লিংক: http://IslamHouse.com/334133
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
Go to the Top