আব্দুল আযীয বিন সউদ আল উআইদ

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুল আযীয বিন সউদ আল উআইদ
সংক্ষিপ্ত বর্ণনা: বৈরুত আরবী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স পাশ করেন।
পরে আমেরিকার মিশিগান রাজ্যে মনোচিকিৎসা বিষয়ে গবেষণা করেন।
২০০২ সন থেকে তিনি কুয়েতের আশ শিফা ও মনোরোগ চিকিৎসা কেন্দ্রের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছে।
তিনি ১৯৯৬- ২০০৩ সময়ে কুয়েতের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন।
কয়েতে তার অনেক বক্তৃতা, দরস সংকলস ও প্রকাশিত হয়েছে।
সংযোজন তারিখ: 2010-10-31
শর্ট লিংক: http://IslamHouse.com/325933
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - ইংরেজি - থাই - চীনা - উইগুর - ভিয়েতনামিজ - আলবেনি - মালয়ালাম - উযবেক - ডাচ - ফরাসি
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top