মুহাম্মাদ তকী আল উসমানী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মুহাম্মাদ তকী আল উসমানী
সংক্ষিপ্ত বর্ণনা: তিনি হলেন বিচারপতি মুহাম্মাদ তাকী আল উসমানী। তিনি মুফতী মুহাম্মাদ শফী রহ. এর ছেলে।
তার পরিবার উসমান রা. এর বংশধর বলে কথিত আছে। এ জন্য তাকে উসমানী বলা হয়।
তিনি ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪৩ ইং সালে জন্ম গ্রহণ করেন ভারতের দেওবন্দে।
ভারতের দারুল উলূম দেওবন্দে তিনি শিক্ষা লাভ করেন।
তিনি পাকিস্তানের নাগরিক ও সেখানের শরীয়াহ আদালতের প্রধান বিচারপতি ছিলেন।
ইসলামের দাওয়াত ও তালীমে তার বেশ ভূমিকা আছে ভারতীয় উপমহাদেশে।
তার রচিত অনেক গ্রন্থ আছে।
সংযোজন তারিখ: 2010-08-26
শর্ট লিংক: http://IslamHouse.com/320665
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - ইংরেজি - থাই - চীনা - উযবেক - উইগুর - ভিয়েতনামিজ - আলবেনি - মালয়ালাম - ডাচ - ফরাসি - ফার্সি
Go to the Top