যায়েদ বিন আব্দুল আযীয আল ফাইয়াদ

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: যায়েদ বিন আব্দুল আযীয আল ফাইয়াদ
সংক্ষিপ্ত বর্ণনা: যায়েদ বিন আব্দুল আযীয আল ফাইয়াদ: তিনি ১৩৫০ হিজরী সনে সৌদী আরবের রাওজাতু সাদীরের জন্ম গ্রহণ করেন। ১৩৬২ হিজরীতে তার পিতা তাকে শিক্ষা অর্জনের জন্য রিয়াদের পাঠান।
তার বেশ কিছু গ্রন্থ রয়েছে।
এর মধ্যে আছে :
আর রাওজাতুন নাদীয়্যাহ শরহিল আকীদাতুল ওয়াসেতিয়্যাহ, কাজীয়াতুল ফিলিস্তীন ওয়াল ওহদাতুল ইসলামিয়াহ, সু্ওর মিনাল জিহাদ, কাহেরুস সলীবিয়্যিন সালাহ উদ্দীন আল আইউবী, নাসায়েহুল উলামা লিস সালাতীন ওয়াল উমারা, আল ইয়াহুদ ওয়াল হারাকাতুস সিররিয়্যাহ, আর রাফেজা, আল খোমেনী, হাকীকাতুস দুজ প্রভৃতি।
১৪১৬ হিজরীর জুলকদ মাসের একুশ তারিখে মৃত্যু বরণ করেন।
সংযোজন তারিখ: 2010-06-16
শর্ট লিংক: http://IslamHouse.com/311988
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - ইংরেজি - চীনা - ভিয়েতনামিজ - উযবেক - থাই - মালয়ালাম - ফরাসি - উইগুর - আলবেনি - ডাচ
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top