হামাদ বিন আলী বিন আতীক

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: হামাদ বিন আলী বিন আতীক
সংক্ষিপ্ত বর্ণনা: হামাদ বিন আলী বিন আতীক বিন রাশেদ বিন হামীজাহ। জন্ম: আয যুলফাতে ১২২৭ হিজরী সনে। সেখানেই তিনি লালিত পালিত হন। পরে তিনি শিক্ষা অর্জনের জন্য নজদে সফর করেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন শায়খ আব্দুর রহমান বিন হাসান বিন শায়খ মুহাম্মাদ বিন আব্দুল ওহাব রহ.
তার বেশ কিছু কিতাব রয়েছে। এর মধ্যে ইতালুত তানদীদ বিইখতিছারে শরহি কিতাবুত তাওহীদ।
তিনি ১৪০১ হিজরী সনে মৃত্যু বরণ করেন।
সংযোজন তারিখ: 2010-04-26
শর্ট লিংক: http://IslamHouse.com/292430
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - চীনা - ফার্সি - ভিয়েতনামিজ - ইংরেজি - তাজিক - থাই - ফরাসি - জার্মানি - উযবেক - মালয়ালাম - উইগুর - আলবেনি - ডাচ
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top