মূছা আল মূছাবী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: মূছা আল মূছাবী
সংক্ষিপ্ত বর্ণনা: মূছা আল মূছাবী: ১৯৩০ ইং সনে ইরাকের নাজাফ শহরে জন্ম গ্রহণ করেন। তিনি আল ফিকহিল ইসলামী ওয়াল ইজতেহাদ সম্পর্কে অধ্যয়ন করেছেন।
তেহরান বিশ্ব বিদ্যলয় থেকে ১৯৫৫ ইং সনে তিনি শরীয়াহ বিষয়ে ডক্টরেট লাভ করেন। ১৯৫৯েইং সনে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ফালসাফা (দর্শন শাস্ত্রে) ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
১৯৬০-৬২ ইং তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন।
১৯৬৮-১৯৭৮ ইং তিনি বাগদাদ বিশ্ববিদ্যলয়ে ইসলামী দর্শন বিষয়ে অধ্যাপনা করেন।
তার সংকলন:
১-আল কিন্দী থেকে ইবনে রুশদ, ১৯৭২ সালে
২-চতুর্দশ শতাব্দীর ইরান ১৯৭২ সনে
৩- কাওয়ায়েদ আল ফালসাফা ১৯৭৭ সনে
৪- আল জদীদ ফি ফালসাফাতে সদরুদ্দীন, ১৯৭৮ সনে
৫-সোহরাওয়ার্দী থেকে সদরুদ্দিন। ১৯৮০ সালে প্রকাশিত
৬- ইউরোপীয় দর্শন, ১৯৮০ সালে প্রকাশিত।
৭- খুদার্ত বিপ্লব, ১৯৮৩ সালে প্রকাশিত
৮- দ্বিতীয় প্রজাতন্ত্র, ১৯৮৫ সালে প্রকাশিত
৯- শিয়া মতবাদ ও সংস্কার, ১৯৮৭ সালে প্রকাশিত।

সংযোজন তারিখ: 2010-04-05
শর্ট লিংক: http://IslamHouse.com/289298
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top