আব্দুল আযীয বিন ওয়ালি উল্লাহ আদ-দেহলভী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুল আযীয বিন ওয়ালি উল্লাহ আদ-দেহলভী
সংক্ষিপ্ত বর্ণনা: নাম ও জন্ম: তিনি হলেন আবদুল আযীয বিন ওয়ালিউল্লাহ বিন আব্দুররহীম আল উমরী আদ-দেহলভী। ১১৯৫ হিজরী সনের রমজান মাসের পাচ দিন বাকী থাকতে জন্ম গ্রহণ করেন।
তিনি অনেক গ্রন্থাদি সংকলন করেন। এর মধ্যে প্রসিদ্ধ হল আল কুরআনের তাফসীর যা ফাতহুল আযীয নামে পরিচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়েছে। তার সংকলনের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল : আল ফাতাওয়া ফি আল মাসায়েল আল মুশকিলাহ।
আরেকটি গ্রন্থ হল : তুহফা ইসনা আশারিয়া ফিল কালাম আলা মুজহাবিশ শিয়া।
আরেকটি গ্রন্থ হল বুসতানুল মুহাদ্দিসীন।
সংযোজন তারিখ: 2009-12-08
শর্ট লিংক: http://IslamHouse.com/259372
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top