আব্দুল গনি আব্দুল খালেক

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুল গনি আব্দুল খালেক
সংক্ষিপ্ত বর্ণনা: আব্দুল গনি আব্দুল খালেক: তিনি হলেন শায়খ আবুল কামাল অথবা হাসান। পুরো নাম আব্দুল গনি বিন মুহাম্মাদ আব্দুল খালেক বিন হাসান বিন মুস্তাফা আলমিসরী। জন্ম, বেড়ে ওঠা ও মৃত্যু কায়রোতে। তিনি ১৭-৩-১৯০৮ তারিখে কায়রোতে জন্ম গ্রহণ করেন। ১৪০৩ হিজরির শাওয়ালের ১৭ তারিখ মোতাবেক ২৮/৭/১৯৮৩ ইং তারিখে কায়রোতে মৃত্যু বরণ করেন। তিনি অনেক গ্রন্থাদি সংকলন করেছেন। তিনি মাষ্টার্স ও ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। সৌদী আরব, লিবিয়া, ইরাক, মরক্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
সংযোজন তারিখ: 2009-12-08
শর্ট লিংক: http://IslamHouse.com/259370
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top