আব্দুল কারীম যিদান

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুল কারীম যিদান
সংক্ষিপ্ত বর্ণনা: ডক্টর আব্দুল কারীম যিদান বাগদাদে হাইজুল আনীতে জন্ম গ্রহণ করেন ১৯১৭ ইং সালে। সেখানেই বড় হন। কুরআন শিক্ষা করেন একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে। বাগদাদ বিশ্ব বিদ্যালয়ে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর কায়রো বিশ্ব বিদ্যালয়ে শরিয়াহ ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে ১৯৬২ ইং সালে প্রথম শ্রেণীতে ডিগ্রী লাভ করেন। ইরাক ও তার বাহিরে বেশ বড় বড় পদে তিনি আসীন ছিলেন। তিনি বাগদাদ বিশ্ব বিদ্যালয়ে মানবাধিকার বিষয়ে শিক্ষকতা করেন। এরপর শরিয়াহ ইসলামিয়া বিভাগে শিক্ষকতা করেন।
তার গ্রন্থাবলী:
১- আহকামু আজজিম্মিয়ীন ওয়াল মুস্তামিনীন ফী দারিল ইসলাম।
২- আল মাদখাল লি দিরাসাতিশ শরইয়াহ আল ইসলামিয়া।
৩- আল কাফালাহ ওয়াল হাওয়ালাহ ফি ফিকহিল মুকারিন।
৪- উসূলুদ্দাওয়াহ
৫- ইসলামী শরিয়াতে ব্যক্তি ও রাষ্ট্র
৬- আল মুফাচ্ছাল ফি আহকামলি মারআতে ওয়া বাইতিল মুসলিম।
৭- আল ওয়াজিস ফি শারহি কাওয়ায়িদিল ফিকহিয়্যাহ ফি আশ শারিয়াতিল ইসলামিয়্যাহ
৮- আসরুল কাসূদ ফি আত্তাসাররুফাতি ওয়া উকুদ।
৯-আল লুকতা ওয়া আহকামুহা ফি আশ শরিয়াতিল ইসলামিয়্যাহ
১০-আহকামুল লাকীত ফি আশ শারিয়াতলি ইসলামিয়্যাহ
১১- হালাতুজ জরুরাহ ফি আশ শারিয়াতিল ইসলামিয়্যাহ
১২- আশ শারিয়াতুল ইসলামিয়্যাহ ওয়াল কানূন আদ দুআলী
১৩- আল ইখতিলাফ ফি আশ শরিয়াতিল ইসলামিয়্যাহ
১৪- আকীদাতুল কাজা ওয়াল কদর ওয়াস রুহা ফি সুলুকিল ফারদ
১৫- আল উকুবাহ ফি আশ শারিয়াতিল ইসলামিয়্যাহ
১৬- হুকুকুল আফরাদ ফী দারিল ইসলাম
১৭- আল কুয়ুদ আল ওয়ারিদা আলা আল মিলকিয়্যাতিল ফারদিয়্যাহ
১৮- নিজামুল কাজা ফি আশ শারিয়াতিল ইসলামিয়্যাহ
১৯- মাওকিফুশ শরিয়াতিল ইসলামিয়্যাহ মিনার রিক
২০- আন নিয়্যাতুল মুজাররাদাহ ফি আশ শারিয়াতিল ইসলামিয়্যাহ
২১- মাসায়েলুর রেজা ফি আশ শরিয়াতিল ইসলামিয়্যাহ
সংযোজন তারিখ: 2009-08-02
শর্ট লিংক: http://IslamHouse.com/228676
সম্পৃক্ত বিষয়গুলো ( 1 )
Go to the Top