সুলাইমান আন-নদভী

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: সুলাইমান আন-নদভী
সংক্ষিপ্ত বর্ণনা: সুলাইমান আন-নদভী: তিনি ভারতের বাবহার প্রদেশের দিসনা নামক স্থানে জন্ম গ্রহণ করেন। জন্ম তারিখ হল শুক্রবার সাত সফর তেরশত দুই হিজরী সনে মোতাবেক বাইশ নভেম্বর আঠারশত চুরাশি ইং সনে। বহু আলেম ও ফকীহ তার প্রশংসা করেছেন। এদের মধ্যে আছেন:
১- আশ্রাফ আলী আত থানবী, তিনি বলেন শিবলী নোমানী ও সুলাইমান নদভী যেন ইমাম ইবনে তাইমিয়া ও তার শিষ্য ইবনুল কাইয়েম এর মত।
২- আবুল হাসান আলী নদভী রহ. বলেন, সুলাইমান নদভী রহ ছিলেন আরবী ভাষা ও সাহিত্যে প্রাজ্ঞ। সাথে সাথে তাওহীদ, উলুমুল কুরআন, আকীদাশাস্ত্র, ইতিহাসে অভিজ্ঞ পণ্ডিত।
মৃত্যু : পাকিস্তানে রবিউস সানী ১৩৭৩ হিজরীতে, নভেম্বর ১৯৫৩ ইং সনে।
সংযোজন তারিখ: 2009-01-06
শর্ট লিংক: http://IslamHouse.com/191188
সম্পৃক্ত বিষয়গুলো ( 1 )
Go to the Top