উসমান বিন সুলাইমান মুরাদ

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: উসমান বিন সুলাইমান মুরাদ
সংক্ষিপ্ত বর্ণনা: উসমান বিন সুলাইমান মুরাদ, জন্ম গ্রহণ করেন মালাবীতে ১৩১৬ হিজরী মোতাবেক ১৮৯৮ ইং সনে। তার মাতা-পিতা উভয়ে তুর্কী। তার পিতা সুলাইমান আফেন্দী উত্তর মালাবীর তুর্কী জাতিগোষ্ঠির নেতা ছিলেন। ছোট সময়ে আল-কুরআন হেফজ করেন। এর আল-আযহার বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। তিনি সেখান থেকে সবোর্চ্চ ডিগ্রী লাভ করেন। এরপর তিনি সেখানেই কুরআন ও তাজবীদের শিক্ষকতা করেন।
ইন্তেকাল : কুরআন ও কেরআতের দীর্ঘ খেদমত শেষে তিনি ৬৫ বছর বয়সে শাবান মাসের ৪ তারিখ ১৩৮২ হিজরী মোতাবেক ৪ জানুয়ারী ১৯৬৩ ইং ইন্তেকাল করেন।
সংযোজন তারিখ: 2008-04-17
শর্ট লিংক: http://IslamHouse.com/116847
সম্পৃক্ত বিষয়গুলো ( 0 )
Go to the Top