আব্দুররহমান বিন মুহাম্মদ বি কাসেম

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুররহমান বিন মুহাম্মদ বি কাসেম
সংক্ষিপ্ত বর্ণনা: তিনি হলেন, শায়খ আল্লামা আব্দুররহমান বিন মুহাম্মদ বিন কাসেম আল-আসেমী। আসেম এর দিকে সম্পর্ক নির্দেশ করে তাকে আসেমী বলা হয়। নজদের বিখ্যাত গোত্র কাহতান এর দাদা। জন্ম গ্রহণ করেছেন ১৩১২ হি সনে উত্তর রিয়াদের আল বির শহরে। শিশু বয়সেই আল কুরআন হেফজ করেন। এরপর রিয়াদে আসেন। তার প্রসিদ্ধ উস্তাদ হলেন, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুল লতীফ, শায়খ ইবরাহীম বিন আব্দুল লতীফ, শায়খ হামাদ বিন ফারেস, শায়খ হামাদ বিন ফারেস, শায়খ আব্দুল্লাহ আল আনকারী, শায়খ মুহাম্দ বিন ইবরাহীম প্রমুখ।
সংযোজন তারিখ: 2008-01-17
শর্ট লিংক: http://IslamHouse.com/74622
Go to the Top