সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ

বিষয়ভিত্তিক ক্যাটাগরি পেইজ পরিচিতি
শিরোনাম: সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ
সংক্ষিপ্ত বর্ণনা: আমাদের দ্বীনে পাঁচটি মৌলিক বিষয় হেফাযতের দায়িত্ব নিয়েছে। দ্বীন বা ধর্ম, নাফস বা আত্মা, আকল বা বিবেক, সম্পদ ও বংশ। আর নিরাপত্তা এগুলো সংরক্ষণের প্রকাশ্য নিদর্শনস্বরূপ বিবেচিত। ইসলামী সমাজের প্রকৃতি এ নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষনের জন্য তার সদস্যদের উপর পরস্পর কল্যাণকামী ও সহযোগী হতে বাধ্য করে। প্রতিটি মুসলিমই তার সীমানায় এ সমাজের হেফাযতের দায়িত্ব নিতে হবে।
প্রাচীন কালে এ ব্যবস্থা সংরক্ষণের উদ্দেশ্যে যে নিয়ম-নীতি প্রণয়ন করা হয়েছিল, তা হচ্ছে ‘নিযামুল হিসবাহ’ বা সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ এর বিধি-বিধান।
বস্তুত: সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ এ দ্বীনের একটি গুরুত্বপূর্ণ খুঁটি বিশেষ। এটি নবী-রাসূল ও নেককার লোকদের বড় কাজ। কারণ, এর রয়েছে অনেক মর্যাদা, কল্যাণ, উপকারিতা। আর এতে রয়েছে দুনিয়া ও আখেরাতের স্বার্থ। আর এটা না করলে বাতেল বা অন্যায় প্রসার লাভ করে, অপরাধ বৃদ্ধি পায়, আল্লাহর অসন্তুষ্টি আনয়ন করে, ব্যক্তি ও জাতির উপর আল্লাহর আযাব আসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এ গ্রুপে তার বিধানাবলী সংক্রান্ত বিভিন্ন উপাদান বর্ণিত হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364571
আরও দেখুন ( 5 )
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 21 )
Go to the Top