আল-মুতূনুল ইলমিয়্যাহ (ইলমি ভাষ্যসমূহ)
পেইজ পরিচিতি
শিরোনাম: আল-মুতূনুল ইলমিয়্যাহ (ইলমি ভাষ্যসমূহ)
সংক্ষিপ্ত বর্ণনা: আল-মুতূনুল ইলমিয়্যাহ: এগুলো হচ্ছে বৃহত্তর ইলমী কাজের সংক্ষিপ্ত সার নির্যাস এবং ইলমী শৃংগের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ। এ জন্যই এ সমস্ত মুতূন বা ইলমী ভাষ্যসমূহ ইলম অর্জনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইলম অর্জনের প্রচেষ্টা করছে এবং এ ব্যাপারে সালফে সালেহীনের অনুসরণ করতে চায় এমন কারও পক্ষে এগুলোকে টপকিয়ে যাওয়া সম্ভব নয়। যারা এ সব মুতূন বা ভাষ্য লিখেছেন তারা এগুলোর লেখার ব্যাপারে সার্বিক, সুক্ষ্ম ও সংক্ষিপ্ত পদ্ধতি অবলম্বন করেছেন যাতে তা মুখস্থ করা সম্ভব হয়। আর সে জন্যই সেগুলো বাড়তি কথা বা বিস্তারিত ব্যাখ্যামুক্ত থাকে। থাকে না সেখানে কোন উদাহরণ বা নমূনা, যদি কোন বিষয়ে থাকেও তবে খুব সীমিত। কারণ ভাষ্যে এগুলোর স্থান হয় না। এ জন্যই আলেমগণ এ সব মুতূন বা ভাষ্য মুখস্থ করা, বুঝা ও ব্যাখ্যার মত গুরু দায়িত্ব নিয়েছেন। বরং তারা বলেছেন, যারা মুতূন বা ভাষ্য মুখস্থ করবে, তারা সব বিষয়ের জ্ঞান অর্জন করবে।
আর সে জন্যই আমরা কোন সুনির্দিষ্ট ভাষ্যের ব্যাপারে যত লিংক পাওয়া যাবে সেগুলোকে এখানে একত্রিত করার চেষ্টা করেছি। যাতে করে একজন পাঠক খুব সহজেই এ গুলো থেকে উপকৃত হতে পারেন।
আর সে জন্যই আমরা কোন সুনির্দিষ্ট ভাষ্যের ব্যাপারে যত লিংক পাওয়া যাবে সেগুলোকে এখানে একত্রিত করার চেষ্টা করেছি। যাতে করে একজন পাঠক খুব সহজেই এ গুলো থেকে উপকৃত হতে পারেন।
শর্ট লিংক: http://IslamHouse.com/364532
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - উইগুর - ইংরেজি - হিন্দি - বসনিয়ান - থাই - তাজিক - ফরাসি - নেপালি - উযবেক - ফার্সি - চীনা - কন্নড় - ভিয়েতনামিজ - আফার - সোমালি - কুর্দি - আমহারি - উর্দু - স্প্যানীশ - সিনহালি - তামিল - আকানি - ডাচ - তুর্কি - আলবেনি - মূরী - তেলেগু - অসমীয়া - চেরকেসিয়ান - মেসেডোনিয়ান
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 1 )
আরবী: ( 1 )