সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ
পেইজ পরিচিতি
শিরোনাম: সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ
সংক্ষিপ্ত বর্ণনা: এ উম্মত ইতিহাসের নতুন এক যুগ অতিক্রম করছে। তারা বিভিন্ন পথে অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ছে। সেখানে আলেম-দ্বীনী জ্ঞানে জ্ঞানী, চিন্তাশীল, মতামত গ্রহণের যোগ্যতাসম্পন্ন লোকদের সহযোগিতা তাদের অবশ্যম্ভাবী। যাতে করে তাদের অতীত ভুল শুধরে নিতে, বর্তমানকে ঠিক করতে এবং ভবিষ্যতকে আলোকিত করতে পারে।
এ কঠিন বাস্তব সমস্যায় এ উম্মত ও তার আকীদা-বিশ্বাস এমন কঠিন চাপের মুখে রয়েছে, তা তার নিচ থেকে মুলোৎপাটনের সমূহ সম্ভাবনা রয়েছে। যদি না এতে তারা শক্তিশালী দ্বীনদারী, তাদের মহান রবের সহযোগিতা তাদের পক্ষে না থাকে।
যে সব আকীদা-বিশ্বাসের প্রতি ইসলামের শত্রুরা তাদের বিষাক্ত শর ও তীক্ষ্ন তীর পরিচালনা করেছে, আর এ উম্মতেরই কিছু সাদা-সিদে মানুষ ছুটে চলেছে এবং তাদের পিছনে কিছু সীমালঙ্গনকারী বা শিথীলতা প্রদর্শনকারীরা দৌড়াচ্ছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি আকীদা-বিশ্বাস হচ্ছে, ‘আল-ওয়ালা ওয়াল বারা’বা ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কস্থাপন ও কাফের-মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি,এর আকীদা।
এ বিশ্বাসটি আরও বেশি মারাত্মক হয়েছে, যখন কোন কোন মুসলিম কর্তৃক এর পক্ষে বা বিপক্ষে বাড়াবাড়ি আরম্ভ করেছে, ফলে এটি অপবাদের স্থানে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অনেক বড় বড় অঘটন ও সীমালঙ্ঘন।
তাই এই ফাইলে এ ‘আল-ওয়ালা ওয়াল বারা’বা ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কস্থাপন ও কাফের-মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি,এর আকীদা সংক্রান্ত বাস্তব কথা ও তার দলীল-প্রমাণাদি, মূল ঈমানের সাথে তার সম্পর্ক, ইসলামের সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থার সাথে এর মিল এবং এতে যে বাড়াবাড়ি করা হয়, আর ইসলাম যে বাড়াবাড়ি থেকে মুক্ত, এতদসংক্রান্ত উপাদানসমূহ যুক্ত হয়েছে।
এ কঠিন বাস্তব সমস্যায় এ উম্মত ও তার আকীদা-বিশ্বাস এমন কঠিন চাপের মুখে রয়েছে, তা তার নিচ থেকে মুলোৎপাটনের সমূহ সম্ভাবনা রয়েছে। যদি না এতে তারা শক্তিশালী দ্বীনদারী, তাদের মহান রবের সহযোগিতা তাদের পক্ষে না থাকে।
যে সব আকীদা-বিশ্বাসের প্রতি ইসলামের শত্রুরা তাদের বিষাক্ত শর ও তীক্ষ্ন তীর পরিচালনা করেছে, আর এ উম্মতেরই কিছু সাদা-সিদে মানুষ ছুটে চলেছে এবং তাদের পিছনে কিছু সীমালঙ্গনকারী বা শিথীলতা প্রদর্শনকারীরা দৌড়াচ্ছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি আকীদা-বিশ্বাস হচ্ছে, ‘আল-ওয়ালা ওয়াল বারা’বা ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কস্থাপন ও কাফের-মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি,এর আকীদা।
এ বিশ্বাসটি আরও বেশি মারাত্মক হয়েছে, যখন কোন কোন মুসলিম কর্তৃক এর পক্ষে বা বিপক্ষে বাড়াবাড়ি আরম্ভ করেছে, ফলে এটি অপবাদের স্থানে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অনেক বড় বড় অঘটন ও সীমালঙ্ঘন।
তাই এই ফাইলে এ ‘আল-ওয়ালা ওয়াল বারা’বা ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কস্থাপন ও কাফের-মুশরিকদের থেকে সম্পর্কচ্যুতি,এর আকীদা সংক্রান্ত বাস্তব কথা ও তার দলীল-প্রমাণাদি, মূল ঈমানের সাথে তার সম্পর্ক, ইসলামের সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থার সাথে এর মিল এবং এতে যে বাড়াবাড়ি করা হয়, আর ইসলাম যে বাড়াবাড়ি থেকে মুক্ত, এতদসংক্রান্ত উপাদানসমূহ যুক্ত হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364531
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - উইগুর - ইংরেজি - হিন্দি - উযবেক - বসনিয়ান - থাই - তাজিক - ফরাসি - নেপালি - ফার্সি - চীনা - কন্নড় - ভিয়েতনামিজ - গ্রীক - বাম্বারা - কুর্দি - উর্দু - সোমালি - স্প্যানীশ - সিনহালি - তেলেগু - তামিল - আকানি - তুর্কি - আলবেনি - আফার - অসমীয়া - আমহারি - মানডিঙ্কা ভাষা - ইন্দোনেশিয়ান - চেরকেসিয়ান - মালয়ালাম - মেসেডোনিয়ান