আক্বীদার ভাষ্যগ্রন্থসমূহ
পেইজ পরিচিতি
শিরোনাম: আক্বীদার ভাষ্যগ্রন্থসমূহ
সংক্ষিপ্ত বর্ণনা: আল্লাহর পথে দাওয়াত: নিঃসন্দেহে আল্লাহর পথে দাওয়াত সবচেয়ে সম্মানজনক কাজ, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়; এটি নবী-রাসূলদের কাজ। যারা সবচেয়ে উত্তম সৃষ্টি। এটি এমন এক পথ, যাতে রয়েছে, আলো, যে আলোতে আল্লাহর পরিচয়, নবী সম্পর্কে জ্ঞান, ও শরীয়ত সম্পর্কে জানা যায়; যারা এ কাজে প্রবৃত্ত হবে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, “আর তার চেয়ে কার কথা সুন্দর যে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকাজ করে আর বলে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তা‘আলা উম্মতে মুসলিমার প্রশংসা করে বলেন, তোমরাই উত্তম জাতি যাদেরকে মানুষদের জন্য বের করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দিবে, অসৎকাজ থেকে নিষেধ করবে, এবং আল্লাহর উপর ঈমান আনবে। এ পেইজে আমরা দাওয়াতের কাজে লাগে এমন কিছু বিষয় সন্নিবেশিত করা হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364052
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী - উইগুর - উর্দু - হিন্দি - ডাচ - উযবেক - ইংরেজি - বসনিয়ান - থাই - তাজিক - ফরাসি - নেপালি - চীনা - ফার্সি - কন্নড় - তেলেগু - ভিয়েতনামিজ - গ্রীক - আফার - বাম্বারা - কুর্দি - সোমালি - উওলোফ - স্প্যানীশ - হাউসা - মানডিঙ্কা ভাষা - তুর্কি - তিগ্রীনি - সিনহালি - তামিল - মালয়ালাম - আকানি - আমহারি - কাজাক - আলবেনি - সুওয়াহিলি - অসমীয়া - মূরী - ইন্দোনেশিয়ান - চেরকেসিয়ান - মেসেডোনিয়ান
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 10 )