ঈদ

বিষয়ভিত্তিক ক্যাটাগরি পেইজ পরিচিতি
শিরোনাম: ঈদ
সংক্ষিপ্ত বর্ণনা: ঈদ বিষয়ক ফাইল: আল্লাহর অপার নেয়ামত এই যে, তিনি বান্দাদের জন্য কিছু মুবারক মওসুম নির্ধারণ করেছেন, যাতে সৎকর্মকারীরা খুশী হয় এবং মুমিনগণ আনন্দিত হয়। কারণ এতে রহমত, বরকত, উচ্চ মর্যাদা ও গোনাহের কাফফারার সুযোগ থাকে। এ সব গুরুত্বপূর্ণ মওসুমের মধ্যে রয়েছে সে সমস্ত ঈদসমূহ যেগুলো আল্লাহ তাঁর বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রতিবছর এ ঈদ দু’বার বান্দাদের জীবনে কল্যাণ, দয়া ও সম্মান নিয়ে আসে। রমযানের পর ঈদুল ফিতর, আর আরাফার পরে ঈদুল আদহা বা কুরবানীর ঈদ।
ঈদে মুসলিমরা তাদের দ্বীনের নিয়ম-পদ্ধতিসমূহ পেশ করে থাকেন, পরস্পর পরিচিতি, সম্পর্কবৃদ্ধি ও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ জীবন বিরাজ করে।
তারা মহান আল্লাহর স্মরণে একত্রিভুত হয়ে থাকেন, তারা আল্লাহর তাকবীর দিয়ে বলে থাকনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আমরা মহান আল্লাহর দরবারে পূর্ণ শোকর ও প্রশংসা জ্ঞাপন করছি যে, তিনি আমাদেরকে ঈদ পর্যন্ত পৌঁছার সৌভাগ্য নসীব করেছেন। যে ঈদ প্রতি বছর প্রতিটি মুসলিমের জন্য বরকত মুসলিমদের জন্য বয়ে আসে। কারণ, এতে সবাই উত্তম সৎকর্ম ও মহান ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে সচেষ্ট হয়।
তাই পাঠকদেরকে এ বিষয়ক বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের উপাদানসমূহ একত্রিত করে এ ফাইলটি তৈরি করা হয়েছে।
শর্ট লিংক: http://IslamHouse.com/364046
সংশ্লিষ্ট বিষয়াবলী ( 2 )
Go to the Top