তাবীজ ও ঝাড়ফুক

ভিডিও পেইজ পরিচিতি
শিরোনাম: তাবীজ ও ঝাড়ফুক
ভাষা: বাংলা
সম্পাদক: যাকের হুসাইন ইবন ওরাসাতুল্লাহ
সংক্ষিপ্ত বর্ণনা: তামীমা ও তাবীজের অর্থ এবং উভয়ের মধ্যে পার্থক্য ৷
তাবীজ,বালা এবং ধাগা-সুতা ইত্যাদি লটকানো শিরকী কর্মকান্ডের অন্তর্ভুক্ত ৷ কারণ তা আল্লাহর প্রতি তওয়াক্কুলের পরিপন্থি ৷
তাবীজ অসুখ ইত্যাদির কোন চিকিৎসা নয়, কেননা নাবী  তাবীজ পরিধানকারী এক সাহাবীকে বলেছিলেন, তুমি তা খুলে ফেল, কারণ এতে তোমার দুর্বলতাই বৃদ্ধি পাবে ৷ আর তুমি যদি এ অবস্থায় মারা যাও তবে কখনো মুক্তি পাবে না ৷
তাবীজ লটকানো বড় শিরক বলে গণ্য হবে যদি তাতে শিরকী শব্দ লিখা থাকে যেমন, ইয়া আলী! ইয়িা জীলানী! ইয়া রাসূলাল্লাহ প্রভৃতি। অনুরূপ তাতে যদি অর্থহীন কথা বা এমন কিছু লিখা থাকে যা পড়া যায় না, অথবা এর উপর পূর্ণ আস্থা রাখে তাহলেও বড় শিরকে পরিণত হবে।
এবং তা ছোট শিরক হবে যদি আল্লাহর উপর আস্থা রাখে এবং এটাকে কেবল অসীলা হিসেবে প্রয়োগ করে।
সংযোজন তারিখ: 2015-08-30
শর্ট লিংক: http://IslamHouse.com/2770777
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
বিষয়ের সংযুক্তিসমূহ ( 2 )
1.
তাবীজ ও ঝাড়ফুক
29.3 MB
2.
তাবীজ ও ঝাড়ফুক
Go to the Top