আব্দুস সালাম ইবন বারজিস আলে আব্দুল কারীম

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: আব্দুস সালাম ইবন বারজিস আলে আব্দুল কারীম
সংক্ষিপ্ত বর্ণনা: আব্দুস সালাম ইবন বারজিস: হিজরী ১৩৮৭ সালে রিয়াদে জন্ম গ্রহণ করেন। পিতা মাতার তত্বাবধানে হিফজ সমাপন করেন। পরে অনেক আলেম উলামাদের থেকে ইলম অর্জন করেন।
ইমাম মুহাম্মাদ ইবন সউদ বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। উক্ত বিশ্ব বিদ্যালয়ে কুল্লিয়াতুশ শরইয়াতে ভর্তি হন। ১৪১০ হিজরী সালে সেখান থেকে ডিগ্রী লাভ করেন।
পরে তিনি উচ্চ শিক্ষার জন্য বিচার বিভাগীয় একাডেমীতে ভর্তি হন। সেখান থেকে মাস্টার্স শেষ করেন। তার মাস্টার্সের বিষয় ছিল : আত তাওসীক বিল উকুদ ফিল ফিকহিল ইসলামী।
তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তার থিসিস ছিল: আল ফাওয়ায়েদুল মুনতাখাবাত শরহু আখছারুল মুখতাছারাত।
তিনি ১৪২৫ হিজরীর সফর মাসের তের তারিখে মৃত্যু বরণ করেন।
সংযোজন তারিখ: 2010-01-12
শর্ট লিংক: http://IslamHouse.com/264375
সম্পৃক্ত বিষয়গুলো ( 1 )
Go to the Top