কোনো মুসলমানের শরীর থেকে কর্তিত বা বিচ্ছিন্ন কোনো অঙ্গের ব্যাপারে করণীয় কি?

ফতোয়া পেইজ পরিচিতি
শিরোনাম: কোনো মুসলমানের শরীর থেকে কর্তিত বা বিচ্ছিন্ন কোনো অঙ্গের ব্যাপারে করণীয় কি?
ভাষা: বাংলা
মুফতী: আব্দুল্লাহ ইবন আব্দুররহমান আল-জিবরীন
প্রকাশনায়: www.islamqa.info
সংক্ষিপ্ত বর্ণনা: ফতোয়াটি শায়খ আব্দুল্লাহ বিন জিবরীন কর্তৃক প্রদত্ত একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি হল : যদি কোনো মুসলমানের শরীর থেকে কোনো অঙ্গ কেটে নেয়া হয় বা সরিয়ে দেয়া হয়, তাহলে সে অঙ্গের হুকুম কি? মুসলমানদের কবরস্থানে কি তা দাফন করে দেয়া হবে?

সংযোজন তারিখ: 2009-10-09
শর্ট লিংক: http://IslamHouse.com/237092
:: এই শিরোনামটি বিষয় অনুসারে নিম্নের ক্যাটাগরিগুলোতে বিন্যস্ত ::
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
বিস্তারিত বিবরণ

প্রশ্ন

যদি কোনো মুসলমানের শরীর থেকে কোনো অঙ্গ কেটে নেয়া হয় বা সরিয়ে দেয়া হয়, তাহলে সে অঙ্গের হুকুম কি? মুসলমানদের অবস্থানে কি তা দাফন করে দেয়া হবে?

 

উত্তর: আলহামদুলিল্লাহ

হ্যাঁ তা দাফন করে দেয়া হবে এটা যেন ওই ব্যক্তিরই একটা অংশ ব্যক্তি যদি পূর্বেই মৃত্যু বরণ করে থাকে এবং ব্যাপারে নিশ্চিত হওয়া যায় আর লাশ খোঁজে না পাওয়া যায়, তবে এই অঙ্গের উপরি জানাযার নামাজ আদায় করতে হবে আর যদি ব্যক্তি জীবিত থাকে তবে অঙ্গটি মুসলমানদের কবরে দাফন করে দেয়া হবে জানাযার কোনো প্রয়োজন নেই

 

 

 

Go to the Top