সুদ হারাম হওয়ার কারণ কি?

ফতোয়া পেইজ পরিচিতি
শিরোনাম: সুদ হারাম হওয়ার কারণ কি?
ভাষা: বাংলা
মুফতী: আব্দুর রাযযাক আফিফী - আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায
অনুবাদক: জাকের উল্লাহ আবুল খায়ের
সম্পাদক: আলী হাসান তৈয়ব
প্রকাশনায়: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সংক্ষিপ্ত বর্ণনা: সুদ হারাম হওয়ার কারণ কি?
সংযোজন তারিখ: 2009-06-25
শর্ট লিংক: http://IslamHouse.com/221093
:: এই শিরোনামটি বিষয় অনুসারে নিম্নের ক্যাটাগরিগুলোতে বিন্যস্ত ::
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
বিস্তারিত বিবরণ

প্রশ্ন : সুদ হারাম হওয়ার কারণ কি? কোন কোন বস্তুর মধ্যে সুদ হারাম?
উত্তর : যে কোনো মুসলমানের জন্য ওয়াজিব হলো সে আহকামে শরিয়াকে মনে-প্রাণে গ্রহণ করবে এবং আল্লাহর যে কোনো বিধানের ওপর সন্তুষ্ট থাকবে
সে বিধান বা আল্লাহর আদেশের হিকমত-কারণ জানা থাক বা না থাক, তাকে অবশ্যই তার আনুগত্য করতে হবেতবে আল্লাহর আহকামের মধ্যে কোনো কোনো আহকাম এমন আছে যেগুলির কারণ স্পষ্ট যেমন সুদ হারাম হওয়ার কারণসুদকে আল্লাহ এ কারণেই হারাম করেছেন যে, এর মাধ্যমে অভাবীদের অভাবকে সুযোগ হিসেবে কাজে লাগানো হয়, একজন গরিব লোকের ওপর অধিকহারে ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়এছাড়াও সমাজে সুদের প্রচলনের কারণে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হয়, বিশৃংখলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন-খারাবি ব্যাপকহারে সংঘটিত হয়সুদের প্রচলনের কারণে মানুষ কাজ-কর্ম, ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেয়তারা সুদের আয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ফলে তারা জমিনে ফসল ফলানোর জন্য কোনো পরিশ্রম করে না এসব ছাড়াও সুদের রয়েছে আরো অনেক ক্ষতিকারিতা
যে সব সম্পদের মধ্যে সুদ হারাম সেগুলো হলো
_ সোনা, রুপা, গম, জব, খেজুর এবং লবণএ ছাড়া যে সব বস্তুর মধ্যে উল্লেখিত ছয়টি বস্তুতে যে কারণে সুদ হারাম করা হয়েছে তা যায় সেগুলির মধ্যেও সুদ হারাম
আব্দুল্লাহ বিন কুয়ুদ
, আব্দুল্লাহ বিন গাদয়ান, আব্দুররাজ্জাক আফিফী , ইবরাহীম বিন মুহাম্মদ আলে শেখ, আব্দুল্লাহ বিন বায

Go to the Top