শূকরের গোশতের স্পর্শে-আসা পাত্রে পাকানো সন্দেহযুক্ত গোশত খাওয়া

ফতোয়া পেইজ পরিচিতি
শিরোনাম: শূকরের গোশতের স্পর্শে-আসা পাত্রে পাকানো সন্দেহযুক্ত গোশত খাওয়া
ভাষা: বাংলা
মুফতী: মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
প্রকাশনায়: www.islamqa.info
সংক্ষিপ্ত বর্ণনা: শূকরের স্পর্শে-আসা পাত্রে পাকানো হালাল গোশত খাওয়া যাবে কি-না এজাতীয় একটি প্রশ্নের উত্তর দেন শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল মুনাজ্জিদ- হাফিযাহুল্লাহ-, মূল প্রশ্নটি এই: ( এমন রেস্টুরেন্টে গোশত খাওয়া কি বৈধ হবে যেখানে শূকরের গোশত ও মদ পরিবেশন করা হয়, এমতাবস্থায় যে আমরা জানি না, পরিবেশনকৃত গোশত হালাল তরিকায় যবেহকৃত জন্তুর কি-না ? উপরন্তু শূকর ও অন্যান্য জন্তুর গোশত অভিন্ন ফ্রিজে রাখা হয় এবং অভিন্ন পাত্র দিয়ে পাকানো হয়।
সংযোজন তারিখ: 2009-05-05
শর্ট লিংক: http://IslamHouse.com/206596
:: এই শিরোনামটি বিষয় অনুসারে নিম্নের ক্যাটাগরিগুলোতে বিন্যস্ত ::
এই ‘বিষয় পরিচিতি’টি নিম্নোক্ত ভাষায় অনূদিত:: আরবী
বিস্তারিত বিবরণ

প্রশ্ন

এমন রেস্টুরেন্টে গোশত খাওয়া কি বৈধ হবে যেখানে শূকরের গোশত ও মদ পরিবেশন করা হয়, এমতাবস্থায় যে আমরা জানি না, পরিবেশনকৃত গোশত হালাল তরিকায় যবেহকৃত জন্তুর কি-না? উপরন্তু শূকর ও অন্যান্য জন্তুর গোশত অভিন্ন ফ্রিজে রাখা হয় এবং অভিন্ন পাত্র দিয়ে পাকানো হয়।

উত্তর আলহামদু লিল্লাহ
এ অবস্থায় মুসলমানের করণীয় হল এসব রেষ্টুরেন্ট বর্জ করা এবং হালাল গোশত ও হালাল জায়গা তালাশ করা, একটু কষ্ট হলেও তা জরুরি; কেননা পবিত্র খাবার গ্রহণ ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
 

Go to the Top