ইয়াহইয়া ইবন ইবরাহীম আল-ইয়াহইয়া

লেখক ও ব্যক্তিত্ব পেইজ পরিচিতি
শিরোনাম: ইয়াহইয়া ইবন ইবরাহীম আল-ইয়াহইয়া
সংক্ষিপ্ত বর্ণনা: তিনি ইয়াহইয়া ইবন ইবরাহীম আল-ইয়াহইয়া। ১৩৭৬ হি. সালে আল-কাসিমস্থ বুরাইদা নগরীতে তাঁর জন্ম হয়। তিনি সীরাত এবং তারীখ শাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহন করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে: ১. ফি আখলাকিনা কিফায়া। ২. মাদখাল লি ফাহমিস সীরাহ। ৩. আল-ওয়াহয়ু ওয়া তাবলীগুর রিসালাহ। ৪. নাফহাতু উবাইর মিন সীরাতিল বাশার আন- নাযীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫. রাসাইলু লিল হুজ্জাজি ওয়াল মু‘তামিরীন। ৬. মুশাহাদাতু ফি বিলাদি বুখারা। তাঁর পিএইচ ডি থিসিসের শিরোনাম ছিলো আর-রিওয়াতুত-তারীখিয়া ফি ফাতহিল বারি ফি ‘আসরি খিলাফাতির রাশিদাতি ওয়াদ-দাওলাতিল উমাওয়্যিয়াতি। তাঁর মাস্টার্স থিসিসের শিরোনাম ছিলো, মারওয়্যিয়াতু আবি মিখনাফ ফি তারিখ আত-তাবারি।
সংযোজন তারিখ: 2007-06-12
শর্ট লিংক: http://IslamHouse.com/12452
সম্পৃক্ত বিষয়গুলো ( 4 )
Go to the Top